Thursday, November 20, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎএনভিডিয়ার সহযোগিতায় আর্মের কাস্টম চিপে নতুন অগ্রগতি

এনভিডিয়ার সহযোগিতায় আর্মের কাস্টম চিপে নতুন অগ্রগতি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আধুনিক ডেটা সেন্টারগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসরের প্রয়োজনীয়তা বাড়ছে। এই প্রেক্ষাপটে আর্ম ঘোষণা করেছে যে, তাদের প্রযুক্তিনির্ভর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটগুলো এখন থেকে এনভিডিয়ার এনভিলিঙ্ক ফিউশন প্রযুক্তির মাধ্যমে অত্যাধুনিক এআই চিপের সঙ্গে যুক্ত হতে পারবে।

আর্মের এই উদ্যোগ মূলত সেইসব গ্রাহকের কথা মাথায় রেখে নেওয়া, যারা নিজেদের অবকাঠামো কাস্টমাইজ করে ব্যবহার করতে চান। বিশেষ করে বড় ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো — যারা হাইপারস্কেলার নামে পরিচিত — তারা এখন আরও সহজে আর্ম-ভিত্তিক নিওভার্স সিপিইউ এবং এনভিডিয়ার শক্তিশালী জিপিইউ একত্রে ব্যবহার করতে পারবেন।

এটি শুধু প্রযুক্তিগত উন্নতিই নয়, বরং এনভিডিয়ার বৃহৎ কৌশলগত অংশীদারত্ব প্রসারের একটি বড় উদাহরণ। এআই শিল্পে নিয়ন্ত্রণ ধরে রাখার দৌড়ে এনভিডিয়া প্রায় প্রতিটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পথ তৈরি করছে। এনভিলিঙ্ক প্ল্যাটফর্মকে উন্মুক্ত করার মাধ্যমে কোম্পানি দেখিয়েছে যে, তারা শুধুমাত্র নিজেদের সিপিইউ ব্যবহারের ওপর নির্ভর না করে অন্যান্য কাস্টম চিপকেও একই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে আগ্রহী।

বর্তমানে এনভিডিয়া “গ্রেস ব্ল্যাকওয়েল” নামে একটি শক্তিশালী এআই সিস্টেম বাজারজাত করছে, যেখানে একাধিক জিপিইউকে আর্ম-ভিত্তিক এনভিডিয়া ব্র্যান্ডের সিপিইউর সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য সার্ভার কনফিগারেশনেও ইন্টেল এবং এএমডির সিপিইউ ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে বিশ্বের প্রধান তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠান — মাইক্রোসফট, অ্যামাজন ও গুগল — নিজেদের ক্লাউড অবকাঠামোতে আর্ম-ভিত্তিক সিপিইউ ব্যবহার করছে। এর মাধ্যমে তারা খরচ কমাতে এবং নিজস্ব সিস্টেমের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হচ্ছে।

আর্ম নিজে চিপ তৈরি করে না, তবে তাদের ইন্সট্রাকশন সেট লাইসেন্স দেয়, যার ওপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের সিপিইউ তৈরি করে থাকে। পাশাপাশি আর্ম এমন ডিজাইনও তৈরি করে, যেগুলো ব্যবহার করে অংশীদাররা দ্রুত সিপিইউ উন্নয়ন করতে পারে। নতুন ঘোষণায় আর্ম জানায়, তাদের কাস্টম নিওভার্স চিপে এমন একটি নতুন প্রোটোকল যুক্ত করা হবে, যার মাধ্যমে সিপিইউ এবং জিপিইউর মধ্যে ডেটা আদান-প্রদান আরও দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরে সার্ভারে সিপিইউ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু জেনারেটিভ এআই যুগে সার্ভারের মূল গুরুত্ব চলে এসেছে এআই অ্যাক্সিলারেটর চিপে, যা সাধারণত এনভিডিয়ার জিপিইউ। একটি এআই সার্ভারে একটি সিপিইউর সঙ্গে সাধারণত আটটি পর্যন্ত জিপিইউ সংযুক্ত থাকে।

গত সেপ্টেম্বরে এনভিডিয়া ঘোষণা দেয় যে, তারা শীর্ষ সিপিইউ নির্মাতা ইন্টেলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইন্টেলের সিপিইউগুলোকে এনভিলিঙ্ক প্রযুক্তির মাধ্যমে আধুনিক এআই সার্ভারে সংযুক্ত করা।

এনভিডিয়া ২০২০ সালে আর্মকে প্রায় ৪০ বিলিয়ন ডলারে অধিগ্রহণের চেষ্টা করেছিল। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিধিনিষেধের কারণে ২০২২ সালে চুক্তিটি ব্যর্থ হয়। পরবর্তীতে এনভিডিয়ার হাতে আর্মের ছোট একটি শেয়ার থাকলেও কোম্পানিটির প্রধান মালিকানা সফটব্যাংকের কাছে রয়েছে।

সম্প্রতি সফটব্যাংক তাদের হাতে থাকা এনভিডিয়ার পুরো শেয়ার বিক্রি করে দিয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটি ওপেনএআই-এর স্টারগেট প্রকল্পে বিনিয়োগ করছে, যেখানে আর্ম প্রযুক্তি ছাড়াও এনভিডিয়া ও এএমডির চিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এনভিডিয়া–আর্ম সহযোগিতার এই নতুন অধ্যায় ভবিষ্যতের এআই সার্ভার এবং ক্লাউড অবকাঠামোকে আরও দ্রুত, শক্তিশালী এবং কাস্টমাইজযোগ্য করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments