Sunday, October 5, 2025
spot_img
Homeআবাসন- আপনার ঠিকানাআমেরিকার শীর্ষ ২০ মর্টগেজ ঋণদাতা, যাদের হাতে বছরে বিলিয়ন ডলারের হোম লোন

আমেরিকার শীর্ষ ২০ মর্টগেজ ঋণদাতা, যাদের হাতে বছরে বিলিয়ন ডলারের হোম লোন

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা বা মর্টগেজ নেওয়ার ক্ষেত্রে বড় প্রতিষ্ঠানগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তি, পুঁজি ও অভিজ্ঞতার কারণে এসব প্রতিষ্ঠান প্রতিবছর বিলিয়ন ডলারের হোম লোন প্রক্রিয়াজাত করে থাকে। সম্প্রতি প্রকাশিত তালিকায় ২০২৪ সালে ঋণের পরিমাণ অনুসারে দেশটির শীর্ষ ২০ মর্টগেজ ঋণদাতার নাম উঠে এসেছে।

সবচেয়ে এগিয়ে রয়েছে ইউনাইটেড হোলসেল মর্টগেজ, যারা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ব্রোকারদের মাধ্যমে ঋণ দেয়। এ বছর প্রতিষ্ঠানটি মোট ১৩২ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে, যা প্রায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি মর্টগেজে ব্যবহৃত হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে আছে রকেট মর্টগেজ, যারা সম্পূর্ণ ডিজিটাল সেবা দিয়ে ৩ লাখ ৬১ হাজারের বেশি মর্টগেজ প্রক্রিয়াজাত করেছে। তাদের ঋণের পরিমাণ ছিল ৯৭.৬ বিলিয়ন ডলার

ক্রসকান্ট্রি মর্টগেজ তৃতীয় অবস্থানে থেকে প্রায় ৩৬.৭ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে, যার সংখ্যা ৯৩ হাজারের বেশি।

ব্যাংকগুলোর মধ্যে চেজ মর্টগেজ চতুর্থ স্থানে রয়েছে ৩৫.৬ বিলিয়ন ডলার ঋণ প্রদানের মাধ্যমে। ইউ.এস. ব্যাংক মর্টগেজ পেয়েছে পঞ্চম স্থান, যারা ৭১ হাজারের বেশি ঋণ প্রক্রিয়াজাত করেছে।

তালিকায় আরও রয়েছে ব্যাংক অব আমেরিকা, রেট মর্টগেজ, লোনডিপট, ফেয়ারওয়ে ইন্ডিপেনডেন্ট মর্টগেজ, গিল্ড মর্টগেজ, পেনিম্যাক, সিএমজি মর্টগেজ, মুভমেন্ট মর্টগেজ এবং ওয়েলস ফার্গো

এছাড়া শীর্ষ ২০-এর তালিকায় জায়গা পেয়েছে ফ্রিডম মর্টগেজ, নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়ন, নিউরেজ, নিউ আমেরিকান ফান্ডিং, সিটিব্যাংক এবং পিএনসি ব্যাংক

মর্টগেজ শিল্পে এসব প্রতিষ্ঠান নিজেদের সেবা ও অফারের মাধ্যমে লাখো মানুষের গৃহঋণ প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করে তুলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments