আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ৮ রানে পরাজিত হয়েছে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল। তাড়া করতে নেমে আফগানিস্তান ইনিংসের শেষ বলে ১৪৬ রানে অলআউট হয়।
ম্যাচের শুরুতেই পাওয়ার প্লে-এ আফগান বোলিংয়ের কাছে চাপের মুখে পড়ে। প্রথম ৬ ওভারে মাত্র ২ উইকেটে ২৭ রান তুলতে পারে রশিদ খানের দল। কিন্তু গুলবদিন নাঈব ও রহমানউল্লাহ গুরবাজের তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি এবং করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ষষ্ঠ উইকেটে ৩২ রানের জুটি আফগানিস্তানকে ম্যাচের শেষ দিকে ফেরায়।
জয়ের জন্য ১৫ বলে ২৯ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের হাতে ৩ উইকেট থাকাকালীন। রশিদ খান ৮ বলে ১৫ রান করে ব্যাট করছিলেন। ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বলে চার মেরে আফগান দর্শকদের উত্তেজিত করলেও রশিদ আউট হওয়ার পর আল্লাহ গজনফরও আউট হওয়ায় আফগানিস্তান জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। শেষ ওভারে ২২ রানের লক্ষ্য থেকে তারা মাত্র ১৩ রান তুলতে পারে।
অন্যদিকে বোলিংয়ে আফগানিস্তান কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৮৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ, পরবর্তী ১০ ওভারে ৪ উইকেট নেন আফগান বোলাররা এবং বাংলাদেশকে ৬৭ রান তুলতে দেয়।
হারের পর আফগানিস্তানকে সুপার ফোরে উঠতে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ জিততে হবে। রশিদ খান বলেন, “প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ভালো প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা দরকার।”