যুক্তরাষ্ট্রে বসবাসরত ছয় হাজারের বেশি সিরীয় নাগরিকের অস্থায়ী আইনি সুরক্ষা ও কর্ম-অনুমতি বাতিলের উদ্যোগ আপাতত আটকে গেল। দেশটির একটি ফেডারেল আদালত চলমান মামলার রায় না হওয়া পর্যন্ত এই বাতিলকরণ কার্যকর না করার নির্দেশ দিয়েছেন।
বুধবার নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্টে দেওয়া এক ভার্চুয়াল আদেশে জেলা আদালতের বিচারক জানান, সিরীয়দের জন্য চলমান অস্থায়ী সুরক্ষা তুলে নেওয়ার সিদ্ধান্তটি সম্ভবত অবৈধ। সাতজন সিরীয় অভিবাসীর আবেদনের পর আদালতের এই নির্দেশ আসে। তাদের দাবি ছিল, আকস্মিক এই পরিবর্তন যথেচ্ছ এবং বৈষম্যমূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এই নির্দেশের বিরুদ্ধে ফেডারেল সরকারের পক্ষে সঙ্গে সঙ্গে আপিল করার সুযোগ রয়েছে। আদালতের বিচারক, যিনি একজন ডেমোক্র্যাট প্রশাসনের মনোনীত কর্মকর্তা, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক এ রায় দেন।
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষার (TPS) আওতায় থাকা দেশগুলোর নাগরিকরা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিপর্যয়ের কারণে নিজ দেশে ফেরত যেতে না পারলে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাসন থেকে সুরক্ষা পান এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার সুযোগও থাকে। সিরীয় নাগরিকদের জন্য এই সুরক্ষা প্রথম চালু হয় ২০১২ সালে, যখন দেশটিতে গৃহযুদ্ধ চরম আকার ধারণ করেছিল এবং পরবর্তীতে সেখানে শাসন ব্যবস্থা পতনের দিকে গড়ায়।
বর্তমান প্রশাসন কয়েকটি দেশের বহু নাগরিকের TPS সুবিধা শেষ করার উদ্যোগ নেয়। এসব দেশের মধ্যে এমন লোকও আছেন যারা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস এবং কাজ করে আসছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টও শত-সহস্র ভেনেজুয়েলান নাগরিকের অস্থায়ী সুরক্ষা বাতিলের পথ খুলে দেয়। পাশাপাশি হাইতি, হন্ডুরাস, নেপাল ও নিকারাগুয়ার TPS সুবিধা বাতিলের বিষয়েও বিভিন্ন আদালতে মামলা চলছে।
প্রশাসনের যুক্তি, TPS কর্মসূচি অতিরিক্ত ব্যবহৃত হয়েছে এবং তালিকাভুক্ত অনেকে আর সুরক্ষার প্রয়োজনীয় যোগ্যতার মধ্যে পড়েন না। তবে অভিবাসীদের অধিকারকর্মী এবং ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধিদের দাবি, এসব মানুষকে জোর করে বিপজ্জনক পরিবেশে ফেরত পাঠানো অমানবিক হবে এবং তাদের শ্রমের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হবে।
সিরীয়দের জন্য TPS সরানোর ঘোষণা দিতে গিয়ে নিরাপত্তা দপ্তর জানায়, সিরিয়া এখনো সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার ঘাঁটি এবং এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য এই সুরক্ষা অব্যাহত রাখা রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী।



