রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে এক মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক চায়ের দোকানি প্রাণ হারিয়েছেন। সরকারি জায়গায় দোকান বসানো নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চললেও গতকাল রাতের ঘটনাটি মারাত্মক আকার ধারণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে তালতলা এলাকার জনতা গেটের সামনে সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে হাতাহাতি এবং পরে মারামারিতে রূপ নেয় পরিস্থিতি। এ সময় চায়ের দোকানি এক ব্যবসায়ীকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, এই এলাকায় ফুটপাতের সরকারি জায়গায় দোকান বসানো নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। অনেক সময়ই দোকানদারদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তবে গত রাতের ঘটনায় তা প্রাণঘাতী রূপ নেয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, ফুটপাতের সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যার সৃষ্টি হচ্ছে। সঠিকভাবে নজরদারি না থাকায় প্রতিনিয়ত এ ধরনের সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। তারা দাবি করেছেন, ফুটপাতে দোকান বসানো নিয়ন্ত্রণে আনতে এবং স্থায়ী সমাধান বের করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এই ঘটনার ফলে স্থানীয় দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসাথে সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়ছেন। এলাকাবাসীর মতে, ফুটপাতের সরকারি জায়গা দখল শুধুমাত্র জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে না, বরং আইনশৃঙ্খলার জন্যও হুমকি হয়ে দাঁড়াচ্ছে।