মার্কিন ভার্জিনিয়ার ল্যাংলেতে অবস্থিত সিআইএ সদর দফতরের কাছে এক নির্মাণস্থলে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বুধবার সকালে অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা (আইসিই) হঠাৎ করে সেখানে অভিযান চালায়। এসময় কয়েকজন নির্মাণ শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীকে এড়াতে দৌঁড়ে গিয়ে সিআইএ কমপ্লেক্সের চারপাশের উঁচু নিরাপত্তা বেড়া টপকানোর চেষ্টা করেন।
অভ্যন্তরীণ সূত্র জানায়, আইসিই আগে থেকে সিআইএ-কে এই অভিযানের বিষয়ে কোনো নোটিশ দেয়নি। ফলে হঠাৎ ঘটে যাওয়া এই পরিস্থিতিতে সদর দফতরের বাইরে তৈরি হয় ভয়াবহ যানজট। সকালের ব্যস্ত সময়ে এই অচলাবস্থা ভোগান্তিতে ফেলে অনেক যাত্রীকে।
সিআইএ’র পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটিকে নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে দেখা হয়েছে। সাময়িকভাবে সদর দফতরের প্রবেশপথ বন্ধ করে পুরো কমপ্লেক্সের নিরাপত্তা পরিধি পরীক্ষা করা হয়। তবে শ্রমিকরা কেউই ভেতরে ঢুকতে পারেননি এবং তারা সদর দফতরের জন্য কোনো হুমকিও সৃষ্টি করেননি।
এ বিষয়ে সিআইএ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে আইসিই কর্তৃপক্ষের পক্ষ থেকেও ঘটনার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।