আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনস শহরে জনশিক্ষা ব্যবস্থার সুপারিনটেনডেন্টকে শুক্রবার গ্রেপ্তার করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ববর্তী এক ডিপোর্টেশন আদেশের ভিত্তিতেই এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই সুপারিনটেনডেন্ট ১৯৯৯ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে ২০২৪ সালে তার বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হয়। এ ছাড়া ২০২০ সালে তার বিরুদ্ধে একটি অস্ত্র বহনের অভিযোগও দায়ের করা হয়েছিল, যদিও সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
তার আইনজীবীর পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে চলমান অভিবাসন সংকটের প্রেক্ষাপটে এই গ্রেপ্তারকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসন সাম্প্রতিক সময়ে অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। দেশটিতে অবস্থানরত অভিবাসীদের মধ্যে যাদের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান চালানো হচ্ছে। এমনকি অনেকের কর্মসংস্থানের অনুমতিও বাতিল করা হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো অভিবাসন নীতির প্রয়োগে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ, পূর্ববর্তী প্রশাসনের সময়ে স্কুলের আশপাশে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অভিযান সীমিত রাখা হলেও নতুন নীতিমালায় সেই সুরক্ষা অনেকটাই শিথিল হয়ে গেছে। যদিও স্কুলের ভেতরে অভিযান পরিচালনার ঘটনা খুব বেশি ঘটেনি, তবে অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থেকে আটক করার নজির রয়েছে।
ডেস মইনস শহরে প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষের বাস, যার মধ্যে অভিবাসী জনসংখ্যা গত কয়েক বছরে বৃদ্ধি পেলেও এখনো জাতীয় গড়ের তুলনায় কিছুটা কম।
স্থানীয় স্কুল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গ্রেপ্তারের বিষয়টি অবগত হলেও এ নিয়ে কোনো বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। বোর্ড কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মানসম্মত শিক্ষা প্রদানের কাজ তারা অব্যাহত রাখবে। পাশাপাশি শিক্ষার্থী, পরিবার ও কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায়, সুপারিনটেনডেন্টকে গ্রেপ্তারের সময় তার কাছে একটি লোডেড হ্যান্ডগান, তিন হাজার ডলার নগদ অর্থ এবং একটি ধারালো শিকারি ছুরি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের আইনে অবৈধ অভিবাসীরা আগ্নেয়াস্ত্র বহন করতে পারে না।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তাকে আটক করতে গেলে তিনি গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন এবং পরে একটি জঙ্গলের কাছে গাড়ি ফেলে দেন। এরপর আইওয়া স্টেট প্যাট্রোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।