এস্টোরিয়াবাসীর উদ্যোগে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী পদে ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদার পক্ষে ২০ আগস্ট, বুধবার রাতে এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে নির্বাচনী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এমাদ আহমেদ চৌধুরী এবং সঞ্চালনা করেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন।
বিপুলসংখ্যক উপস্থিতির উদ্দেশ্যে বক্তারা বলেন, মেরী জোবাইদা ডিস্ট্রিক্ট-৩৬ এর অ্যাসেম্বলী মেম্বার পদে শুধু নিজের জন্য নয়, বরং কমিউনিটির সকল মানুষের জন্য নির্বাচন করছেন। কমিউনিটির সবার শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাকে নির্বাচিত করার মাধ্যমে কমিউনিটির অধিকার নিশ্চিত করার জন্য বক্তারা উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
অ্যাসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদা বলেন— “আমি নির্বাচনে এসেছি নিজের জন্য নয়, কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে এসেছি। যারা এফোর্ট করতে অক্ষম, কমিউনিটির সেইসব মানুষের জন্য হাউজিং অ্যান্ড ফুড সিকিউরিটি, কোয়ালিটি এডুকেশনসহ সবার জন্য হেলথ ইন্সুরেন্স নিশ্চিত করার লক্ষ্যে আলবেনীসহ সবখানে আমার আন্দোলন অব্যাহত থাকবে।”