বাংলাদেশি অ্যামেরিকান রিয়েলটর অব নিউইয়র্কের (অ্যাবারনি) অ্যাওয়ার্ড নাইট ২০২৫ উদযাপিত হলো নিউইয়র্কে। লং আইল্যান্ডের দ্য ওয়াটার ফ্রন্ট ভেন্যু শাতো লা মের-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি।
রিয়েল এস্টেট সেক্টরের প্রতিষ্ঠিত সেরা রিয়েলটদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন
রিয়েলটর ও তাদের পরিবারের সদস্যরা। অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে পরিবার আর প্রিয়জনদের নিয়ে মনোমুগ্ধকর প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘অ্যাবারনি’র অন্যতম ডিরেক্টর সাব্বির আহমেদ ও ইমরান ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ রহমান শাহীন। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাবারনির ডিরেক্টর নাদির খান এবং ডিরেক্টর নাজনিন মির্জা। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জামান মজুমদার, সারওয়ার খান,
আডান ইসলাম, সাব্বির আহমেদ, ইমরান ভূঁইয়া, কাজী হোসাইন, মোহাম্মদ করিম এবং ইন্দ্রজিৎ সরকার। আগামী বছর আরো জমকালো ভাবে অ্যাবারনির আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।