Monday, December 29, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎঅ্যাপল ও গুগলের নতুন সাইবার সতর্কতা

অ্যাপল ও গুগলের নতুন সাইবার সতর্কতা

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সাইবার ঝুঁকির প্রেক্ষাপটে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবং গুগল আবারও তাদের ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকিং তৎপরতা এবং বাণিজ্যিক স্পাইওয়্যার হামলার ঝুঁকি বেড়েছে। ব্যবহারকারীদের ডিভাইসে নজরদারি ও অননুমোদিত অনুপ্রবেশ রোধে চলমান নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে এই সতর্কতা পাঠানো হয়েছে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনটেলেক্সা নামের স্পাইওয়্যার যেসব ব্যবহারকারীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, তাদের সবাইকে ইতিমধ্যে হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইনটেলেক্সা স্পাইওয়্যার বৈশ্বিকভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং তার পরিসর আরও বিস্তৃত হচ্ছে। এই স্পাইওয়্যারের লক্ষ্যবস্তুতে থাকা পাকিস্তান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, মিসর, উজবেকিস্তান, সৌদি আরব এবং তাজিকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পৌঁছে গেছে।

অন্যদিকে অ্যাপল জানিয়েছে, বর্তমানে বিশ্বের ১৫০টির বেশি দেশের ব্যবহারকারীকে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির সতর্কবার্তায় ব্যবহারকারীদের কেবল সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবগত করা হয়েছে। তবে ঠিক কতজনকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে বা কোন পক্ষ এর সঙ্গে যুক্ত থাকতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত কয়েক বছরে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাঠানো এ ধরনের সাইবার হামলার সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য আলোচনার সূত্রপাত করেছে এবং বিভিন্ন দেশে সরকারি পর্যায়ে তদন্তেরও জন্ম দিয়েছে। কানাডার ডিজিটাল নজরদারি সংস্থা সিটিজেন ল্যাবের একজন গবেষক জানান, এই সতর্কতাগুলো সাইবার গোয়েন্দাদের ওপর চাপ বাড়ায়। এতে নতুন তদন্তের সুযোগ তৈরি হয় এবং স্পাইওয়্যার অপব্যবহারের বিষয়ে জবাবদিহির পথ আরও সুস্পষ্ট হয়।

বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার প্রসারে সাইবার নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। অ্যাপল ও গুগলের সাম্প্রতিক পদক্ষেপ তা আবারও স্মরণ করিয়ে দেয়। ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা বিধানই ভবিষ্যতের সাইবার সুরক্ষায় মূল ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments