Sunday, October 5, 2025
spot_img
Homeপ্রযুক্তি জগৎঅরাকল ও মেটার মধ্যে ২০ বিলিয়ন ডলারের এআই ক্লাউড চুক্তির আলোচনা

অরাকল ও মেটার মধ্যে ২০ বিলিয়ন ডলারের এআই ক্লাউড চুক্তির আলোচনা

বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে অরাকল ও মেটার সম্ভাব্য একটি চুক্তি। সূত্র জানিয়েছে, প্রায় ২০ বিলিয়ন ডলারের এই বহুবছর মেয়াদি চুক্তির মাধ্যমে মেটা তাদের এআই মডেল প্রশিক্ষণ ও বাস্তবায়নের জন্য অরাকলের কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করবে। মেটা বর্তমানে অন্যান্য ক্লাউড সেবাদাতার সুবিধা নিচ্ছে, তবে দ্রুত ও ব্যাপক কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে তারা নতুন সহযোগিতার দিকে এগোচ্ছে।

মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও, অরাকলের পক্ষ থেকেও তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অরাকল তাদের সমন্বিত ক্লাউড প্রযুক্তি এবং নমনীয় ব্যবহারের মডেলের জন্য বিশ্বজুড়ে নানা গ্রাহকের আস্থা অর্জন করেছে।

এই আলোচনার খবর প্রকাশিত হলো এমন এক সময়ে, যখন সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, ওপেনএআই প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং শক্তি কিনতে অরাকলের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করেছে, যা ক্লাউড চুক্তির ইতিহাসে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

অরাকল ইতিমধ্যে অ্যামাজন, অ্যালফাবেট ও মাইক্রোসফটের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে, যাতে তাদের ক্লাউড গ্রাহকরা ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে পারেন। এসব পার্টনারশিপ থেকে প্রতিষ্ঠানটির আয় শুধু প্রথম প্রান্তিকেই ষোলগুণ বৃদ্ধি পেয়েছে।

শিল্প জুড়ে যখন ওপেনএআই ও xAI-এর মতো প্রতিষ্ঠানগুলো বিপুল কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে ব্যাপক বিনিয়োগ করছে, তখন অরাকলও গত সপ্তাহে চারটি বহুবিলিয়ন ডলারের চুক্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী কয়েক মাসে আরও কয়েকটি বড় গ্রাহকের সঙ্গে নতুন চুক্তি হবে এবং তাদের ওসিআই ব্যবসার বুকিংকৃত আয় অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments